সিটিসেল ফোনের পিন কোড হ্যাকিং
কিছুদিন আগে আমার বন্ধু রনি পারভেজ টিএন্ডটি ফোন নাম্বার থেকে বাসার ঠিকানা বের করার একটি ট্রিকস নিয়ে টিউন করেছিল সেখানে জেনেছিলাম টিএন্ডটি ফোন এর ওয়েব একাউন্টের পাসওয়ার্ড থাকে নাম্বারটাই, কি মেধাবী তাদের ডেভলপাররা যে আর কোন পাসওয়ার্ড পায় নাই। এরপর আমি নিজে দেখলাম সিটিসেল এর আরেক বুদ্ধি যে কারনে আমি কখনো মোবাইল নিয়ে টিউন করিনি কিন্তু আজ সিটিসেল এর গাধামী দেখে এ বিষয় নিয়ে টিউন করলাম। যাক তাহলে পদ্ধতিটা বলি।
কারো সিটিসেল ফোন যদি পিন দিযে লক করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড না জেনেও খুলতে পারবেন। এজন্য আপনি ভুল কযেকটি পাসওয়ার্ড দিন পিন ব্লক হয়ে গেলে পাক কোড চাইবে। গাধামীটা এখানেই। বেশীর ভাগ সিটিসেল ফোনে অন্তত আমি যতগুলো দেখেছি এখন পযর্ন্ত সবগুলোর পাক কোড ১২৩৪৫৬৭৮। এবার এই পাক কোড দিয়ে আর যথারীতি পিন ১২৩৪ ফোনটি আনলক করুন। এভাবে সিটিসেল মোবাইলের পিন লক থাকলেও না জেনেই সহজে খুলতে পারেন। সত্যি বলতে কি এটা কোন হ্যাকিং এর পর্যায়ে পড়ে না এটা তাদের অতি বুদ্ধির পরিচয়।

11 

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন