নির্ণয়ঃ
এটি হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভে ও পেন ড্রাইভের রুটে অবস্থান করে যা hidden ও read-only অবস্থায় থাকে। তাই প্রথমে My Computer-এর Tools মেনু > Folder Options > View tab হতে Show hidden files and folders সিলেক্ট করুন এবং তার নিচে Hide protected operating system fies-এর টিক চিহ্ন তুলে দিন। এ পর্যায়ে একটি Warning ডায়ালগ বক্স আসবে, এখানে Yes সিলেক্ট করুন।
নির্মূলঃ
* 1. Start > Search > For Files and Folders এ ক্লিক করুন। All files and folders সিলেক্ট করুন। More advanced options > Search hidden files and folders সিলেক্ট করুন। এখন autorun.inf ফাইলটি Search করুন। প্রাপ্ত সকল autorun.inf ফাইল-এ right click করে properties হতে read-only-র টিক চিহ্ন তুলে দিন।
* 2. notepad-এ ফাইলটি খুলে
* 3. এখন আবার পূর্বের পদ্ধতিতে ফাইলটি read-only-তে রূপান্তর করুন যাতে ভাইরাস পুনরায় এটি পরিবর্তন করতে না পারে।
* 4. Start > Run এ msconfig টাইপ করে Ok তে ক্লিক করুন।
* 5. ট্যাব হতে regsvr আইটেম-টির সিলেকশন তুলে দিন। Ok করুন। এরপর Exit without Restart-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
* 6. control panel > scheduled tasks হতে সকল tasks মুছে ফেলুন।
* 7. start > run এ gpedit.msc টাইপ করে Ok করুন।
* 8. users configuration > Administrative templates > system এ ক্লিক করুন। এবার ডান দিকের অংশ হতে prevent access to registry editing tools এ ডাবল ক্লিক করে disable সিলেক্ট করুন। Ok করে বেরিয়ে আসুন।
* 9. start > run এ গিয়ে regedit টাইপ করে Ok করুন।
* 10. (edit মেনু find) regsvr.exe ফাইলটি find দিন এবং তৎসম্পর্কিত সকল এন্ট্রি মুছে ফেলুন। (ওহঃ ভাল কথা regedit এর যেকোন পরিবর্তনের পূর্বে এর backup রাখতে ভুলবেন না)।
* 11. দু'এক জায়গায় "Explorer.exe regsvr.exe" এই রকম লেখা পাবেন, এক্ষেত্রে শুধু regsvr.exe অংশটুকু মুছুন।
* 12. এবার Start > Search > For Files and Folders হতে regsvr.exe এবং svchost .exe ফাইল দু'টি Search করে মুছে ফেলুন। এখানে একটি বিষয় খেয়াল করুন যে, svchost ফাইলের পরে ও .exe এর আগে একটি space আছে।
* 13. সব শেষে Computer এর reset বাটন চেপে reboot করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন