গতকাল আমি বলে ছিলাম যে আমার কাছে 150 টারও বেশী ভাইরাসের কোড আছে তারপর থেকে আমাকে সেগুলো নিয়ে টিউন করার জন্য অসংখ্য ই-মেইল এসেছে। তাই এই টিউনটি লিখছি। তবে আমার কাছে ভাইরাসের যে সংগ্রহ আছে তাতো এভাবে টিউন করা সম্বব না তাই এর সংগ্রহের কিছু লিংক দিলাম।
নিচের ভাইরাসের নামগুলোতে ক্লিক করলেই পেয়ে যাবেন তার সোর্স কোড। সেগুলো কপি করে এনে যে কোন ফাইলে (তবে.bat, .txt হলেই ভালো) সেভ করুন দেখবেন কিভাবে আপনার এন্টি ভাইরাস পেয়ে যাচ্ছে ভাইরাস। তবে যতক্ষণ পযর্ন্ত আপনি এগুলোকে প্রোগ্রাম হিসেবে রান না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলো আপনার কোন ক্ষতি করবেনা। তাই নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আপনারা যদি কেউ প্রোগ্রাম হিসেব রান করেন বা অন্য যে কোন ভাবে ক্ষতিগ্রস্ত হন তার জন্য আমি দায়ী না।
নিচের ভাইরাসের নামগুলোতে ক্লিক করলেই পেয়ে যাবেন তার সোর্স কোড। সেগুলো কপি করে এনে যে কোন ফাইলে (তবে.bat, .txt হলেই ভালো) সেভ করুন দেখবেন কিভাবে আপনার এন্টি ভাইরাস পেয়ে যাচ্ছে ভাইরাস। তবে যতক্ষণ পযর্ন্ত আপনি এগুলোকে প্রোগ্রাম হিসেবে রান না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলো আপনার কোন ক্ষতি করবেনা। তাই নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আপনারা যদি কেউ প্রোগ্রাম হিসেব রান করেন বা অন্য যে কোন ভাবে ক্ষতিগ্রস্ত হন তার জন্য আমি দায়ী না।
- AnnaKournikova
- CIH
- homepage
- iloveyou
- kak
- tune
- melissa
- marker.c
- seeker.b
- VBSWG-AQ
- mawanella
- PDFWorm
- html.redlof.a
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন